• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৭ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ি আঞ্চলিক মহাসড়কের পার্বতীপুরের বাস স্টপেজ স্টেশন চান্দাপাড়া নামক স্থানে মালবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে একটি রিকশা ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ভ্যানযাত্রী আব্দুর রশিদ (৩৫) নিহত হয়েছেন। এসময় আহত হয় রায়হান উদ্দীন (৩০)। 

শনিবার সকালে দিনাজপুরের পার্বতীপুরের চান্দাপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানযাত্রী আব্দুর রশিদ (৩৫) ও আহত হয় রায়হান উদ্দীন (৩০) দু’জনের বাড়ি পার্বতীপুরের একই গ্রাম চান্দাপাড়ায়।

স্থানীয়রা ও পুলিশ জানান, ঘটনার সময় হঠাৎ পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিকশা ভ্যানকে সজোরে আঘাত করে। এসময় ভ্যান চালক ও যাত্রী দুমড়ে-মুচড়ে একাকার হয়ে যায়। এতে ঘটনাস্থলে ভ্যানযাত্রী আব্দুর রশিদ নিহত হন এবং অপরজনকে হাত-পা ভাঙ্গা অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পিকআপ চালক (৩৮) নাজমুলকে উপস্থিত জনতা আটক করে পিকআপসহ থানায় সোপর্দ করেছে।

অপরদিকে সকাল সাড়ে ১০টার সময় একই সড়কের ফিলিং স্টেশনের সামনে তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট অপারেটর প্রকাশ বাবু (৩২) মোটরসাইকেল যোগে পার্বতীপুর শহরে প্রবেশের সময় একটি ভেড়াকে চাপা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকেও দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Place your advertisement here
Place your advertisement here