• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

আইসিসি থেকে দুঃসংবাদ পেলেন হৃদয়

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ মার্চ ২০২৪  

Find us in facebook

Find us in facebook

সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলংকার দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শূন্য রানে সাজঘরে ফেরেন তাওহীদ হৃদয়। এর আগে নুয়ান থুসারার বলে বোল্ড হয়ে ক্রিজ ছাড়ার সময় লঙ্কান ক্রিকেটারদের ওপর মেজাজ হারান তিনি। আর তাতে আইসিসির শাস্তির মুখে পড়েছেন এই তরুণ ব্যাটার। 

ম্যাচ চলাকালীন মাঠেই লঙ্কান ক্রিকেটারদের ওপর মেজাজ হারানোর দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন হৃদয়। এজন্য তার ম্যাচ ফির ১৫ শতাংশ কাটা হয়েছে। রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

আইসিসির আইনের ২.২০ ধারা ভেঙেছেন তাওহীদ। যেখানে বলা হয়েছে, এই ব্যাটার স্পিরিট অফ দ্য ক্রিকেটের পরিপন্থী কাজ করেছেন। একই সঙ্গে তার নামের সঙ্গে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

ঘটনা ঘটে বাংলাদেশ ইনিংসের চতুর্থ ওভারে। শ্রীলঙ্কান পেসার নুয়ান থুসারা ঐ ওভারে হ্যাটট্রিক করেন। তাওহীদ তার দ্বিতীয় শিকার। থুসারার দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরার পথে শ্রীলংকান ক্রিকেটারদের সঙ্গে বাদানুবাদে জড়ান এ ডানহাতি ব্যাটার।

শ্রীলংকান ক্রিকেটারদের জটলা থেকে কেউ একজন তাওহীদের উদ্দেশ্য কিছু একটা বলেন। তাতেই মেজাজ হারান এই ব্যাটার। দুই আম্পায়ার দ্রুতই ব্যাপারটা সামাল দেওয়ার চেষ্টা করেন। তাওহিদের পর ওভারে মাহমুদউল্লাহ রিয়াদকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন থুসারা।

এদিন বাংলাদেশ ম্যাচ হারে ২৮ হারে। ম্যাচ হারের সঙ্গে সিরিজও খুইয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

Place your advertisement here
Place your advertisement here