• সোমবার ১৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩০ ১৪৩১

  • || ০৪ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

রংপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির সদস্য সচিব কারাগারে 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

নাশকতা মামলায় দশ বছরের সাজা প্রাপ্ত রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

রবিবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এ তিনি আত্মসমর্পণ করলে আদালতের বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। হরতালে নাশকতা ও ককটেলসহ বোমা রাখার অভিযোগে ২০১৩ সালে করা মামলায় ২০২৩ সালের ২০ নভেম্বর রংপুর বিএনপির পাঁচ নেতাকে ১০ বছরের কারাদন্ড দেয় আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এর আগে গত ২৩ এপ্রিল যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুহাম্মদ জহির আলম নয়ন ও জেলা যুবদলের সহ সভাপতি তারেক হাসান সোহাগ একই মামলায় দশ বছরের সাজা প্রাপ্ত হয়ে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়।

বিএনপির আইনজীবী শফি কামাল  ও মাহফুজ  উন নবী ডন বলেন, একটি সাজানো মিথ্যা মামলা করে  তাকে ফরমায়েশি রায়ের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। আমরা উচ্চ আদালতে যাবো।    

Place your advertisement here
Place your advertisement here