• সোমবার ১৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩০ ১৪৩১

  • || ০৪ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

রংপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রংপুর লিগ্যাল এইড কমিটির উদ্যোগে নানা র্কর্মসূচী পালিত হয়েছে।

রবিবার (২৮এপ্রিল) সকালে রংপুর আদালত চত্ত্বর থেকে একটি জনসচেতনতামূলক র‌্যালী বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর আদালত চত্ত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির। জেলা লিগ্যাল এইড অফিসার, সিনিয়র সহকারী জজ মোঃ মিনহাজুর রহমানের স্বাগত বক্তব্য রাখেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রংপুর আইনজীবী সমিতির সভাপতি আবদুল মালেক, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ বিচারকবৃন্দ ও সেবাগ্রহীতারা। 

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গরীব-অস্বচ্ছল মানুষরা যেন ন্যায্য বিচার পান সে লক্ষ্যে ২০০০ সালে লিগ্যাল এইড প্রতিষ্ঠা করেন। এরপর সরকার পরিবর্তন হলে এ কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২০০৮ সালের নির্বাচনে পূণরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে লিগ্যাল এইডের কার্যক্রমকে জোরদার করেন। ২০১৫ সালে বিশেষজ্ঞরা এসডিজি’তে লিগ্যাল এইডের বিষয়টি অর্ন্তভুক্ত করেন। প্রধানমন্ত্রীর দূরদর্শীয় দেশের সকল মানুষ আজ ন্যায্য বিচার পাচ্ছেন। 

বক্তারা আরও বলেন, লিগ্যাল এইড অফিস নারী ও শিশুর ক্ষেত্রে বিনামূল্যে মামলা পরিচালনা করে। যাদের আয় করযোগ্য নয়, তাদের মামলা লিগ্যাল এইডের মাধ্যমে পরিচালনার দায়িত্ব নেয় সরকার। কেউ আইনগত বিষয়ে সমস্যায় পড়তে যাচ্ছে কিংবা পড়ে গেছে তারাও লিগ্যাল এইডের পরামর্শ নিতে পারে। এ ছাড়া মামলা এড়িয়ে লিগ্যাল এইড অফিস বিভিন্ন ছোট-খাটো সমস্যাগুলো মিমাংসার ব্যবস্থা করে দেয়। এতে উভয়পক্ষই উপকৃত হয়। সেই সাথে দেশের যে কোন ব্যক্তি লিগ্যাল এইড অফিসে এসে বিনামূল্যে আইনি পরামর্শ গ্রহণ করতে পারেন। দিবস উপলক্ষে আলোচনা সভা ছাড়াও আদালত চত্ত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, সেরা প্যানেল আইনজীবিদের সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Place your advertisement here
Place your advertisement here