• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

করোনা ভাইরাস: চীনে নিষিদ্ধ হলো ‘প্লেগ ইনকর্পোরেটেড’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

তিন হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়া নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে ৭০টির বেশি দেশে। ‘প্লেগ ইনকর্পোরেটেড’ নামের একটি গেম সারাবিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে দেয়ার চ্যালেঞ্জ নিয়েছে বলে জানিয়েছে চীন। এরইমধ্যে গেমটি নিষিদ্ধ করেছে দেশটি।

ব্রিটিশ প্রতিষ্ঠান এনডেমিক ক্রিয়েশনস গেমটি নির্মাণ করেছে। তারা এক ‍বিবৃতিতে জানিয়েছে, ‘ব্যবহারকারী চীনা নাগরিকদের জন্য দুঃসংবাদ রয়েছে। সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়নার সিদ্ধান্ত অনুসারে চীনের অ্যাপ স্টোর থেকে সরানো হয়েছে গেমটি। চীনে বৈধ নয় এমন কনটেন্ট গেমে রয়েছে বলে জানিয়েছে কতৃপক্ষ। পুরো বিষয়টিই আমাদের নিয়ন্ত্রণের বাইরে।

২০১২ সালে গেমটি যাত্রা শুরু করে। চীনে গেমটির জনপ্রিয়তা বাড়ে করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর। জানুয়ারি মাসে দেশটিতে সবচেয়ে বেশি বিক্রিত অ্যাপ এটিই। আপাতদৃষ্টিতে নিষিদ্ধের বিষয়টি সমর্থনযোগ্য মনে হতেই পারে। তবে গেমটির নির্মাতা প্রতিষ্ঠানটি বলছে, ওই গেমের মাধ্যমে খেলোয়াড়রা বরং সংক্রামক রোগ সম্পর্কে জানতে পারছিলেন। খবর বিসিসি।

এনডেমিক ক্রিয়েশনস জানিয়েছে, করোনাভাইরাসের সঙ্গে গেমটি নিষিদ্ধের বিষয়টি কীভাবে যুক্ত তা আমরা বুঝতে পারছি না। প্লেগ ইনকর্পোরেটের শিক্ষামূলক গুরুত্ব সিডিসি’র মতো বহু সংস্থা দ্বারা স্বীকৃত এবং আমরা বর্তমানে কোভিড-১৯ শনাক্ত ও নিয়ন্ত্রণে প্রধান বৈশ্বিক স্বাস্থ্য সংস্থাগুলোর প্রচেষ্টায় কীভাবে সর্বোচ্চ সমর্থন দেয়া যায় তা নির্ধারণে সংস্থাগুলোর সঙ্গে কাজ করছি।

বর্তমানে বিশ্বব্যাপী ১৩ কোটি গেমার গেমটি খেলে থাকেন।

Place your advertisement here
Place your advertisement here