• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা শীর্ষক কর্মশালা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ মে ২০২৪  

Find us in facebook

Find us in facebook

‘টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভূমিকা’ শীর্ষক জেলা কর্মশালা গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার স্থানীয় হোটেল আর রহমান কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম গাইবান্ধা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক মো. হামিদুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন গ্রুপের বিষয় ভিত্তিক আলোচনা ও লিখন, ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এর আগে জাতীয় সংগীত, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও প্রকল্পের ব্যান্ড সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের ধর্মীয় শিক্ষাদানের পাশাপাশি তাদের নৈতিকতাবোধ জাগ্রত করতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম উল্লেখযোগ্য অবদান রাখবে। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের টেকসই উন্নয়নে দেশের জনগণের সম্পৃক্ততা অপরিহার্য। তাই আগামী প্রজন্ম নৈতিকতার মান বিকাশের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডের বলিষ্ঠ ভূমিকা রাখবে- তা বলার অবকাশ রাখে না।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার।
 

Place your advertisement here
Place your advertisement here