• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

রংপুরে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু     

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ মে ২০২৪  

Find us in facebook

Find us in facebook

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) রংপুর জেলা কার্যালয়ে বিদেশ প্রত্যাগতদের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (৬ই মে) এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ এহেছানুল হক। রংপুর বিসিক কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রধান অতিথির বক্তৃতায় জেলাপ্রশাসক বলেন, দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। বিসিকের প্রশিক্ষণ উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রমে সফলতার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে। বিদেশ প্রত্যাগতদের মধ্যে যাঁরা উদ্যোক্তা হতে ইচ্ছুক, তাঁদের জন্য বিসিকের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের সফল উদ্যোক্তার গুণাবলি, এসডব্লিউওটি এনালাইসিস, ম্যাক্রো ও মাইক্রো স্ক্রিনিং, প্রোডাকশন ম্যানেজমেন্ট, অনলাইন মার্কেটিং, প্রজেক্ট প্রোফাইল প্রণয়ন, ব্যাংক ঋণপ্রাপ্তি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা প্রদান করা হবে।

Place your advertisement here
Place your advertisement here