• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

দিনাজপুরে ফুটেছে নানা রঙের ফুল 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ মে ২০২৪  

Find us in facebook

Find us in facebook

বৈরী আবহাওয়ায় টানা তাপদাহে অতিষ্ঠ জনজীবন। বৈশাখের শুরু থেকে তীব্র তাপদাহ আর টানা অনাবৃষ্টির কারণে পুড়েছে প্রকৃতির বিভিন্ন গাছপালাও। এরপরেও দিনাজপুর শহরের এক স্কুল ক্যাম্পাসে ফুটেছে নানান প্রজাতির ফুল। মনে হবে, প্রকৃতির নির্মল পরিবেশ বিরাজ করছে। বর্ষার আগেই ক্যাম্পাসের জলজ কর্ণারে শাপলাও ফুটেছে। এই বৈরি আবহাওয়ায় ক্যাম্পাসের সতেজ গাছে গাছে নানান ফুলে ফুলে সেজেছে প্রকৃতি।

প্রকৃতির নির্মল পরিবেশ আর বেসিক শিক্ষাগ্রহণে ডিজিটালের ছোয়া ছাড়াও সৃজনশীল কাজে একদিকে শিক্ষার্থীদের ঝড়ে পড়া থেকে রক্ষা অপরদিকে সবার কাজে মডেল হয়েছে দিনাজপুরের ঐতিহ্যবাহী ‘স্বারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়’। এখন ক্যাম্পাসে ফোটা লাল শাপলাসহ নানান ফুলে ফুলে সুবাসিত নান্দনিক বাগান এবং একই সারিতে স্মৃতিসৌধ ও ‘শহীদ মিনার’ আর মাঝে বাংলাদেশের মানচিত্র সবাই আকর্ষিত করছে। লাল-সবুজ এ ক্যাম্পাস নতুন কিছু করার স্বপ্নও দেখাচ্ছে শিক্ষার্থীসহ সবাইকে।বিদ্যালয়ের সহকর্মীগণ ও শিক্ষার্থীদের আন্তরিকতায় সবুজ ক্যাম্পাসে আকর্ষিত করছে ফোটা শতাধিক প্রজাতির ফুল। কোলাহল মুক্ত পরিবেশ ও সৌন্দর্য্য উপভোগ্য হয়ে বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রাকৃতিক আবহে শিক্ষা প্রদানের উদ্দেশ্য ক্যাম্পাসকে প্রকৃতি দিয়ে সাজানো হয়েছে। গড়ে তোলা নান্দনিক বাগানে শাপলাসহ দেড় শতাধিক উদ্ভিদ প্রজাতি রয়েছে যার চল্লিশটি প্রজাতিই দুষ্প্রাপ্য। বৈরী আবহাওয়া থেকে রক্ষায় সবার অতি যত্নে তাই সতেজ রয়েছে গাছগুলো।সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায় জানান, তীব্র দাবদাহে ক্যাম্পাসে অতি যত্ন নেওয়ায় নানান জাতের সতেজ গাছেও ফুটেছে ফুল আর অসময়ে ফুটেছে শাপলাও। প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বেসিক শিক্ষার সবকিছু ছাড়াও প্রাকৃতিক ও ডিজিটাল মাধ্যমে ছোয়া দিয়ে গড়ে তুলতে চাই। দিনাজপুরের এ শিক্ষা প্রতিষ্ঠান সবার কাছে যেন মডেল হয়ে উঠে। এরই মধ্যে ক্লাশরুমগুলো ডিজিটাল করা হয়েছে। মাল্টিপল প্রতিটি ক্লাশ রুমে রয়েছে শিক্ষার্থীদের অধ্যায় অনুযায়ী শিক্ষা উপকরণ। পুরো ক্যাম্পাস ডিজিটালের আওতায় নেয়া হচ্ছে।

Place your advertisement here
Place your advertisement here