• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

নীলফামারীতে মহান স্বাধীনতা দিবস-২০২৪ উদযাপন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৪  

Find us in facebook

Find us in facebook

নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ ও কুচকাওয়াজ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ৮.৪০টায়  নীলফামারী জেলা প্রশাসনের  আয়োজনে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসব কর্মসুচী  অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেনঃ পঙ্কজ ঘোষ (জেলা প্রশাসক ,নীলফামারী), মোঃ গোলাম সবুর (পুলিশ সুপার, নীলফামারী),  ডা: হাসিবুর রহমান (সিভিল সার্জন, নীলফামারী), দেওয়ান কামাল আহমেদ (সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, নীলফামারী জেলা শাখা)।

উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। তারপর বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ ও জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে বেলুন ও পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। পরবর্তীতে, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস, রোভার স্কাউটস, গার্লস গাইড, কাব দল, রেড ক্রিসেন্ট সদস্য, সরকারি শিশু পরিবার ও  শিশু-কিশোর সংগঠনসমূহ সম্মিলিতভাবে কুচকাওয়াজ এ অংশগ্রহণ করে। 

পরিশেষে, জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Place your advertisement here
Place your advertisement here