• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

দিনাজপুর সদর হাসপাতাল ৫০০ শয্যায় উন্নীত হবে: হুইপ ইকবালুর রহিম   

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরে সদর হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। রোগীদের বিনামূল্যে ওষুধ দেয়া হচ্ছে।

সোমবার প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল দিনাজপুর-এর নবনির্মিত ওপিডি কাম স্টোর বিল্ডিং এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা. মো. ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. সৈয়দ বোরহান উল ইসলাম সিদ্দিকী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল মামুন, দিনাজপুর বিএমএর সভাপতি ডা. ওয়ারেস আলী সরকার, স্বাচিপ জেলা শাখার সভাপতি ডা. মোমেনুল হক, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সাবেক তত্তাবধায়ক ডা. মো. আহাদ আলী, হাসপাতালের আরএমও এবং স্বাচিপ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. পারভেজ সোহেল রানা প্রমুখ। (বাংলাদেশ প্রতিদিন)
 

Place your advertisement here
Place your advertisement here