• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

দেবীগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মার্চ ২০২৪  

Find us in facebook

Find us in facebook

সারাদেশের ন্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে বিভিন্ন শিক্ষা

প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে হলরুমে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দেবীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. শরীফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক চিশতি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার ইফতেখারুল মোকাদ্দেম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স্বদেশ চন্দ্র রায় প্রমুখ।

এছাড়া বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৭ মার্চ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Place your advertisement here
Place your advertisement here