• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

হাতীবান্ধায় ভারতীয় চোরাকারবারি আটক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২২  

Find us in facebook

Find us in facebook

লালমনিরহাটের হাতীবান্ধায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় রহিম মিয়া (২৮) নামে এক ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ১৫শ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। এই চোরাকারবারি কয়েক বছর ধরে বাংলাদেশে গরু ও মাদক আনছে।

আটক রহিমকে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে লালমনিরহাট কারাগারে পাঠানো হবে।

এর আগে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ এলাকা থেকে ওই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি।  
আটক রহিম মিয়া ভারতের কোচবিহার জেলায় শীতলকুচির থানার গিজালদা গ্রামের সুখ লাল মিয়ার ছেলে।

জানা গেছে, রহিম অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। মঙ্গলবার রাতে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করে বিজিব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহিম গরু ব্যবসার বিষয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার কথা স্বাকীর করেছেন। পরে তাকে হাতীবান্ধা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলার জাওরানী ১৫ বিজিবি ক্যাম্পের নায়েক সুবাদার জহুল ইসলাম জানান, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় রহিমকে আটক করে থানায় দেওয়া হয়েছে।  

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল ইসলাম জানান, আটক ভারতীয় নাগরিক অবৈধ অনুপ্রবেশের দায়ে একটি মামলা হয়েছে। আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রহিমাকে আদালতের মাধ্যমে লালমনিরহাট কারাগারে পাঠানো হবে।

Place your advertisement here
Place your advertisement here