• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

করোনা: দিনাজপুরে জনসচেতনতায় মাঠে নারী বাইকাররা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১  

Find us in facebook

Find us in facebook

করোনাভাইরাস প্রতিরোধে দিনাজপুরে মাঠে নেমেছে দিনাজপুর ওমেন্স বাইকার’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শহরের বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক শোভাযাত্রা, মাস্ক বিতরণ ও মাস্ক পরিহিতদের শুভেচ্ছা জানিয়ে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করছে।

বৃহস্পতিবার দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে গিয়ে এসব নারী বাইকার সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করছেন। ওমেন্স বাইকার’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে দিনাজপুরবাসী।

সচেতনাতামূলক এই কর্মসূচিত উপস্থিত ছিলেন দিনাজপুর ওমেন্স বাইকার’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের লায়লা আরজুমান্দ বানু, সহ-সভাপতি সেতারা বেগম, সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন রানু, কোষাধ্যক্ষ বিলকিস, প্রচার সম্পাদক সুমনা শারমিন, সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, বোর্ড সদস্য বনানী, রেবেকা মাসুদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সচেতনতাই পারে করোনাভাইরাস থেকে রক্ষা করতে। স্বাস্থ্যবিধি না মেনে চললে করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। বাইরে বের হলেই মাস্ক পরে বের হতে হবে সবাইকে। 

Place your advertisement here
Place your advertisement here