• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

দিনাজপুরে ডলার প্রতারক চক্রের মূল হোতা আটক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জুন ২০২০  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের খানসামায় ডলার প্রতারক চক্রের মূল হোতা শেফাউল ইসলাম ও তার সহযোগী জাহাঙ্গীরকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে ডলার প্রতারক আঙ্গারপাড়া গ্রামের শেফাউল ইসলাম এবং তার সহযোগী জোয়ার কালির বাজার এলাকার জাহাঙ্গীর আলমকে নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।

খানসামা থানা ওসি শেখ কামাল হোসেন জানান, ডলার ব্যবসায়ী শেফাউল ইসলাম হচ্ছেন এই চক্রের মূল হোতা। সহযোগী জাহাঙ্গীর আলমসহ একটি চক্র অনেকদিন ধরেই ডলার ব্যবসার সঙ্গে জড়িত। তারা বিভিন্ন মানুষকে ডলারের প্রলোভন দেখিয়ে ডলার দেয়ার নাম করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডলার চক্রের দুজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।  যেকোনো অপরাধ ও সন্ত্রাস দমনে থানা পুলিশ সর্বদা সজাগ আছে।  

Place your advertisement here
Place your advertisement here