• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

‘বাংলাদেশ সেনাবাহিনীও এ্যাটাক হেলিকপ্টার সংগ্রহ করবে’ 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ পিএসসি বলেছেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য এ্যাটাক হেলিকপ্টার সংগ্রহ করবে। তবে এটি এখনই সংগ্রহের কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পরিকল্পনা পর্যায়ে আছে।’

তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিশ্রদ্ধা জ্ঞাপন করে আরো বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন এবং বাস্তবায়ন করছেন। আমাদেরকেও তিনি স্বপ্ন দেখিয়েছেন, তারই আলোকে লালমনিরহাট ক্যান্টনমেন্টে আর্মি এভিয়েশন স্কুল যাত্রা শুরু করলো। যেখান থেকে কারিগরি শিক্ষাগ্রহণ করে আর্মি এভিয়েশনের কর্মকর্তারা দক্ষতার স্বাক্ষর রাখতে সক্ষম হবেন। ১৯৩১ সালের সময় প্রতিষ্ঠিত এই বিমানবন্দরটি একটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।’

তিনি আরো বলেন, ‘ভারত ও মিয়ানমান আমাদের প্রতিবেশি বন্ধু রাষ্ট্র। তাদের সাথে আমাদের নিবিড় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যদি তাদের কোনো সমস্যা তৈরি হয়, আমাদেরকে বললে আমরা তাদেরকে সহযোগিতা করি। তারাও আমাদের সহযোগিতা করে থাকে। এই অঞ্চলের শান্তিপ্রতিষ্ঠায় আমরা সচেষ্ট রয়েছি।’

তিনি আরো বলেন, ‘সমুদ্র অঞ্চলে সেন্টমার্টিনেও পর্যটকদের জন্য সেনাবাহিনী সুযোগ-সুবিধা বৃদ্ধিরকল্পে এবং নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।’

সোমবার দুপুরে (২ মার্চ) লালমনিরহাট ক্যান্টনমেন্টে আর্মি এভিয়েশন স্কুল, অফিসার্স মেস, এসএম ব্যারাক ও মিলিটারী ফার্মের গবাদিপশু থেকে জীবানুমুক্ত ও স্বাস্থ্যসম্মত উপায়ে দুধ দোহনের জন্য মিল্কিং পার্লার উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে বাংলাশেদ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ পিএসসি এসব কথা বলেন।
 
এরপর অনুষ্ঠান স্থলের উপর আকাশ থেকে সেনাবাহিনীর নিজস্ব দুইটি হেলিকপ্টার থেকে ফুল ছিটিয়ে অতিথিদের অভিবাদন জানানো হয়। এর পর পরই আরো দুইটি হেলিকপ্টারের মাধ্যমে রাত্রিকালীন হ্যালিপ্যাড উড্ডয়ন ও তিনটি বিমানে রং ছড়ানো কার্যক্রম প্রদর্শন করা হয়। পরে সেনাবাহিনী প্রধান ও উর্দ্ধতন কর্মকর্তারা মিলিটারী ফার্মে স¦য়ংক্রিয় মিল্কিং পার্লার পদ্ধতির মাধ্যমে দুধ দহন পদ্ধতি সরাসরি প্রত্যক্ষ করেন। 

Place your advertisement here
Place your advertisement here