• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

গঙ্গাচড়ায় স্থানীয় সরকার দিবস ও পরিসংখ্যান দিবস পালন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এর আয়োজনে মঙ্গলবার স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না  এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, গঙ্গাচড়া ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, লক্ষীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী, নোহালী ইউপি চেয়ারম্যান আশরাফ আলী, কোলকোন্দ ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, গঙ্গাচড়া ইউপি সদস্য আব্দুল খালেক, সাজু মিয়া প্রমুখ। এর আগে স্থানীয় সরকার দিবসের র‌্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালির আয়োজন করা হয়।

এদিকে স্থানীয় সরকার দিবস অনুষ্ঠান শেষে "স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান" এ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন। উপজেলা সহকারী পরিসংখ্যান অফিসার মহসিন আলী স্বাগত বক্তব্য রাখেন।

Place your advertisement here
Place your advertisement here