• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

লাঙ্গলের প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে জয়ী বাণিজ্যমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে নৌকার প্রার্থী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জাতীয় পার্টির প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনেক ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছেন। আজ রবিবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান তাঁকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন। 

জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, কাউনিয়া ও পীরগাছা উপজেলার ১৬৩টি ভোটকেন্দ্রে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নৌকা প্রতীকে ১ লাখ ২১ হাজার ৬২২টি ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল ৪১ হাজার ৬৭১ ভোট পান। এ ছাড়া আরেক প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের সিরাজুল ইসলাম ডাব প্রতীকে ১ হাজার ১৯৫ ভোট পান। 

জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান জানান, রংপুর-৪ আসনে তিনজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে নৌকা প্রতীকে টিপু মুনশি সর্বোচ্চ ১ লাখ ২১ হাজার ৬২২ ভোট পাওয়ায় তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হলো।

রংপুর-৪ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৮ হাজার ৩৮৩ জন। তাঁদের মধ্যে নারী ভোটার ২ লাখ ৪৩ হাজার ৩৩০ জন, পুরুষ ২ লাখ ৩৫ হাজার ৪৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। দুটি উপজেলা নিয়ে গঠিত এই আসনের ১৬৩টি ভোটকেন্দ্রের ৯৭৭টি ভোটকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

Place your advertisement here
Place your advertisement here