• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

গঙ্গাচড়ায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং  

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পাইকারি ও ভোক্তা পর্যায়ে আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং করা হয়েছে। গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না আজ (২৫ অক্টোবর) বুধবার দুপুরে গঙ্গাচড়া বাজারসহ আশপাশের কয়েকটি বাজার মনিটরিং করেন। এসময় মূল্য তালিকা না থাকায় এক ব্যবসায়ীর অর্থ জরিমানা করা হয়।

প্রসঙ্গত, বাণিজ্য মন্ত্রণালয় খুচরা বাজারে আলু ৩৫-৩৬ টাকা ও পাইকারী বাজারে ২৬-২৭ টাকা দরে ক্রয়-বিক্রয় করার নির্দেশনা দেন। কিছু অসাধু ব্যবসায়ী আলু মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মূল্যে আলু বিক্রি করার চেষ্টা করছেন। আলুর বাজারসহ নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্য সহনীয় পর্যায় রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। 

এসময় গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু,ইউপি সদস্য আব্দুল মতিন অভি, মোজাম্মেল হক, রাজু আহমেদ শিবুল, আজহার আলী, উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, সরকার নির্ধারিত মূল্যে আলুসহ বেশকিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের  ক্রয়-বিক্রয় হচ্ছে কি না তা দেখার জন্য বাজার মনিটরিং করা হয়েছে। ব্যবসায়ীদের সতর্ককরা হয়েছে। যদি সরকারি নির্ধারিত মূল্যে আলু বিক্রি না করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Place your advertisement here
Place your advertisement here