• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

গঙ্গাচড়ায় শিক্ষার্থীদের মাঝে ‌`অসমাপ্ত আত্মজীবনী` বিতরণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

রংপুরের গঙ্গাচড়ায় শিক্ষার্থীদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ১ আসনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামান বাবলু।

 তিনি বৃহস্পতিবার দুপুরে গঙ্গাচড়া সরকারি ডিগ্রী কলেজ ও মডেল পলিটেকনিক ইনস্টিটিউট গঙ্গাচড়া'র প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর রচিত অসমাপ্ত গ্রন্থটি বিতরণ করেন।বঙ্গবন্ধুর জীবন ও বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করেন বাবলু।

গঙ্গাচড়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আমিনুর ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আসাদুজ্জামান বাবলু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির কাছে এক অভিধানস্বরূপ। একজন শিক্ষার্থী বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারলে সে কখনই বিপথগামী ও আদর্শচ্যুত হবে না। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীই আত্মনির্ভরশীল জাতি তৈরি করবে। শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের বঙ্গবন্ধু, স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে এই বইটি পড়ার অনুরোধ জানান। এসময় শিক্ষক-শিক্ষার্থীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here