• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বদরগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

দৈনিক রংপুর

প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯  

Find us in facebook

Find us in facebook

রংপুরের বদরগঞ্জে গোসলখানায় রাখা পানিভর্তি বালতিতে ডুবে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বালতির পানিতে ডুবে আকাশ রহমান নামে শিশুটির মৃত্যু হয়।

মৃত আকাশ বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের শেখেরহাট পাঠানপাড়া গ্রামের কৃষক মমেদুল ইসলাম ও আরজিনা বেগমের সন্তান।

প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, আরজিনা বেগম কাপড় পরিষ্কারের জন্য গোসলখানায় বড় একটা বালতিতে পানি ভর্তি করে রাখেন। এরপর তিনি বাইরে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েন। শিশুটি তখন একাই বাড়ির আঙিনায় খেলছিল। কিছু সময় পর আরজিনা খেয়াল করেন আকাশ আঙিনায় নেই। তখন শুরু হয় খোঁজাখুঁজি।

প্রতিবেশীরাও আকাশকে খুঁজতে থাকেন। কিন্তু কোথাও মিলল না শিশুটির খোঁজ। পরে মা আরজিনা বেগমই গোসলখানায় ঢুকে দেখতে পান আকাশ বালতির পানিতে ডুবে আছে। তার চিৎকারে উপস্থিত লোকজন বুঝতে পেরেছে ছোট্ট দেহে প্রাণ নেই। তবুও দ্রুতগতিতে নেওয়া হয় বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জিয়াউল হক বলেন, হাসপাতালে আনার অনেক আগেই শিশুটি মারা গেছে।

মঙ্গলবার বিকেলে দেখা যায়, আকাশের মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। তার ছোট্ট দেহটি সাদা কাফনে মুড়িয়ে রাখা ছিল বাড়ির বারান্দায়। মা আরজিনা বেগম থেমে থেমে ডুকরে কাঁদছিলেন। বলছিলেন, ‘আল্লাহ আমাকে না নিয়ে তুই আমার সোনাটাকে নিয়ে গেলি কেন? অপরাধ করেছি আমি, ও তো করেনি। কোথায় আমার সোনা, ওকে আমার বুকে এনে দাও। ওকে ছাড়া আমি বাঁচব না।’

Place your advertisement here
Place your advertisement here