• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

গঙ্গাচড়া শহীদ মিনারে প্রতিমন্ত্রী রাঙার পুষ্পস্তবক অর্পণ

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে আত্নদানকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন জাতীয় পার্টির মহাসচিব ও বর্তমান সরকারের এলজিইডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙা এমপি। রোববার রাত বারোটা এক মিনিটে (১৬ ডিসেম্বর) রংপুরের গঙ্গাচড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি) আসনের মহাজোট প্রার্থী প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙা বলেন, স্বাধীনতা পর গঙ্গাচড়াতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে বর্তমান সরকারের আমলে। মহাজোট সরকার দেশের জন্য কাজ করে। উন্নয়নের জন্য কাজ করে। গঙ্গাচড়ার উন্নয়নের জন্য মহাজোটের বিকল্প নেই। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে লাঙল প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার মহাজোটের ছায়াতলে আসার আহ্বান জানান।

এসময় প্রতিমন্ত্রী সাথে গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক রুহুল আমিন, যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, সাইয়েদুল ইসলাম মাস্টার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী সামছুল আলম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জাপা নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহিদুল ইসলাম, আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য আব্দুল আউয়াল পাভেল, ইউপি সদস্য আব্দুল খালেকসহ মহাজোটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here