• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

আপাতত দেশে কোন জঙ্গি-সন্ত্রাসী হামলার সম্ভাবনা নেই:মনিরুল 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

আপাতত দেশে কোন জঙ্গি-সন্ত্রাসী হামলার সম্ভাবনা নেই উল্লেখ করে পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সমিশনাল ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, জঙ্গিমুক্ত, সন্ত্রাসসমুক্ত সমাজ গড়ে দেয়া আমাদের দায়িত্ব। বাংলাদেশে যতবারই জঙ্গি-সন্ত্রাসী হামলা হয়েছে, ততবরাই আলেম সমাজ এর বিরুদ্ধে কথা বলেছেন। আপাতত এ ধরনের হামলার সম্ভাবনা না থাকলেও আলেম সমাজকে সবসময় এসবের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।

এসময় সিটিটিসি প্রধান মনিরুল বলেন, আমরা এখন ভালো পরিস্থিতিতে আছি। জঙ্গি হামলা-সন্ত্রাসী হামলার আপাতত কোন সম্ভবনা নেই। কিন্তু ্েটা যাতে দীর্ঘস্থায়ী হয়। আর যাতে এ ধরনের ফেতনা ফাসাদ তৈরি না হয়। সেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। যারা ইমাম আছেন। তারা খুতবায় সমসাময়িক নানা বিষয়ে কথা বলেন। জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধেও তারা খোতবায় কথা বলবেন। এতে সামাজিক সচেতনতা তৈরি হবে। সেমিনারে রংপুর মহানগরীসহ আট উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইমামসহ আলেম ও ওলামা মাশায়েখ, মুয়াজ্জিন এবং আহলে হাদিস নেতৃবৃন্দ নঅংশ নেন।
সোমবার দিনভর রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে উগ্রবাদ প্রতিরোধ সামাজিক সচেতনতা বিষয়ক আলেম সমাজ ও ওলামা মাশায়েখদের সাথে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন ডিআইজি দেবদাস ভট্রাচার্য, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল আলীম মাহমুদ।

এর আগে রোববার রাতে একই স্থানে তিনি সাংবাদিকদের সাথে মতবিনিয়মকালে বলেন, সিরিয়াতে বাংলাদেশ থেকে খুব বেশী কেউ যায়নি। হাতে গনা কয়েক জন গিয়েছে। তাদের তালিকা আমাদের কাছে রয়েছে। বাংলাদেশে ঢোকার চেষ্টা করলে এয়াপোর্টে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এজন্য এয়াপোর্টগুলিতে ব্যবস্থা নেয়া হয়েছে। গোয়েন্দা সংস্থার চোখ এড়িয়ে কেউ বাংলাদেশে আসতে পারবেনা। এছাড়াও তিনি সোমবার বিকেলে গ্রাম পুলিশের সাথে মতবিনিময় করেন।

Place your advertisement here
Place your advertisement here