• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

Find us in facebook
সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

সোহরাওয়ার্দীতে ছাত্রলীগের সমাবেশ আজ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুক্রবার বিকেল ৩টায় ছাত্রলীগের সমাবেশ শুরু হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ছাত্র সমাবেশের বিষয়ে জানাতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ। এতে নেতারা জানান, স্মরণকালের সর্ববৃহৎ এ মহাসমাবেশে সারাদেশ থেকে পাঁচ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। তারা বিএনপি-জামায়াতের বিরুদ্ধে নিজেদের চূড়ান্ত অনাস্থা জ্ঞাপন করবেন। একইসঙ্গে এই ছাত্র সমাবেশ থেকে শিক্ষার্থীরা শেখ হাসিনাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপহার দেওয়ার শপথ নেবেন।

সমাবেশ সফল করতে নেতাকর্মীদের ১০টি সাংগঠনিক নির্দেশনা দিয়েছে ছাত্রলীগ। এগুলো হলো শৃঙ্খলা বজায় রাখতে হবে, বিশৃঙ্খলা ভাঙলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ, সমাবেশে প্রবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের নির্দেশনা মেনে চলা, সমাবেশস্থলে কোনোভাবেই ব্যানার নিয়ে প্রবেশ না করা, স্বেচ্ছাসেবকদের সরবরাহকৃত উপকরণের বাইরে কোনো পতাকা বা ফেস্টুন না আনা, দ্রুত সমাবেশস্থলে প্রবেশ করা, সমাবেশস্থল থেকে বাইরে না যাওয়া, শারীরিক যে কোনো সমস্যায় মেডিক্যাল ক্যাম্পে যোগাযোগ করা, সমাবেশস্থল ও আশপাশের এলাকার পরিবেশ-পরিচ্ছন্নতা নিশ্চিতে সতর্ক থাকা এবং জনদুর্ভোগ পরিহারের পাশাপাশি যানজট সৃষ্টি না করার ক্ষেত্রে সচেতন থাকা।

Place your advertisement here
Place your advertisement here