• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook

শেষ ইচ্ছামতে কুড়িগ্রামের ড. সামাদকে ক্রাইস্টচার্চ শহরে দাফন

দৈনিক রংপুর

প্রকাশিত: ২০ মার্চ ২০১৯  

Find us in facebook

Find us in facebook

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল-নূর মসজিদে হামলায় নিহত কুড়িগ্রামের ড. আবদুস সামাদকে তার ইচ্ছানুযায়ী নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরেই দাফন করা হবে।
ড. আবদুস সামাদের বড় ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোহা মোহাম্মদ সোমবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বাবা তার জীবদ্দশায় বলেছেন, আমার মৃত্যু হলে লাশ নিয়ে টানা-হেঁচড়া না করে আমার কর্মস্থল নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরেই মুসলিম কবরস্থানে যেন দাফন করা হয়। তাই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরেই মুসলিম কবরস্থানে দাফনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান বড় ছেলে তোহা মোহাম্মদ।

তিনি বলেন, নিউজিল্যান্ড সরকারের কাছ থেকে মরদেহ গ্রহণ করার পর বাবাকে দাফন করা হবে।

উল্লেখ্য, ড. আবদুস সামাদ নাগেশ্বরী ডিএম উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এরপর এইচএসসি শেষে ময়মনসিংহে বাংলাদেশ কৃষিবিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে ওই বিশ্ববিদ্যালয়ে কৃষি তথ্য বিভাগের অধ্যাপক ছিলেন। কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আগাম অবসর গ্রহণ করার পর তিনি পাঁচ বছর আগে সপরিবারে নিউজিল্যান্ড চলে যান। সেখানে তিনি লিংকন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি গ্রহণ করেন।

নিউজিল্যান্ডে স্ত্রী কিশোয়ারাসহ দুই ছেলে তানভীর ও তারেক সাথেই থাকতেন। তার বড় ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোহা মোহাম্মদ ঢাকায় একটি কোম্পানিতে কর্মরত।

Place your advertisement here
Place your advertisement here