• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ক্রিকেট বিশ্বকাপে অবিশ্বাস্য ঘটনা, আলাদা দুই দেশের সবাই ভারতীয়!

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

দক্ষিণ আফ্রিকায় চলছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। যেখানে দেখা গেছে অবিশ্বাস্য এক ঘটনা। প্রতিপক্ষ হিসেবে খেলা দুই দলের প্রত্যেকেই যে ছিলেন এক দেশের! ভারত ও তাদের প্রতিপক্ষ দল আমেরিকা, দুই দলের হয়ে যারা খেলেছেন প্রত্যেকেই ছিলেন ভারতীয়!

এমন নজিরবিহীন ঘটনা ঘটেছে রোববার। অবশ্য আমেরিকার হয়ে খেলতে নামা ১১ জন ভারতীয়ের সবার জন্ম ভারতে হয়নি। তারা প্রত্যেকেই ভারতীয় বংশোদ্ভূত।


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আমেরিকার দলে যে ১১ জন খেলছেন তাদের নাম- প্রণব চেট্টিপালায়াম, ভব্য মেহতা, সিদ্ধার্থ কাপ্পা, ঋষি রমেশ (অধিনায়ক), উৎকর্ষ শ্রীবাস্তব, মানব নায়ক, অমোগ আরেপল্লি, পার্থ পটেল, আরিন নাদকর্ণি, অতীন্দ্র সুব্রহ্মন্যণ ও আর্য গর্গ। এই ১১ জনের মধ্যে প্রণব ও উৎকর্ষের জন্মও ভারতে। বাকি ন’জন অবশ্য আমেরিকায় জন্মেছেন।


আমেরিকার হয়ে ১১ জন ভারতীয় খেললেও তাদের সঙ্গে ভারতীয় দলের ক্রিকেটারদের খেলার মানের যে তফাত রয়েছে তা বোঝা গেছে মাঠে। আসরে তিন ম্যাচ খেলে সবগুলোই হেরেছে আমেরিকা। অন্যদিকে তিন ম্যাচে শতভাগ জয়ে গ্রুপসেরা ভারত।

Place your advertisement here
Place your advertisement here