• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

নেতানিয়াহুর সমালোচনা করলেন জাতিসংঘের মহাসচিব

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৪  

Find us in facebook

Find us in facebook

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টিকে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার এই মন্তব্যের সমালোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

রোববার উগান্ডার রাজধানী কাম্পালায় অনুষ্ঠিত জি৭৭ এর বৈঠকে তিনি বেঞ্জামিন নেতানিয়াহুর সমালোচনা করেন।

এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, হামাসের সঙ্গে অনেক ফিলিস্তিনি যোগ দিয়েছে। তাছাড়া গাজার যে টানেল তাও আমাদের ধারণার চেয়ে অনেক বড়। ফলে যুদ্ধ শেষ হতে আরও অনেক সময় লাগবে।

অন্যদিকে ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ হাজার ছাড়িয়েছে। রোববার (২১ জানুয়ারি) গাজার স্বাস্থ্যমন্ত্রণায় জানিয়েছে, অবরুদ্ধ উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে ২৫ হাজার ১০৫ জনে দাঁড়িয়েছে। তাছাড়া গত ২৪ ঘণ্টায় ১৭৮ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

অন্যদিকে পশ্চিমতীরে হামলা, অভিযান ও গ্রেফতার অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গাজার মতো সেখানেও প্রতিদিন হতাহতের ঘটনা ঘটছে।

Place your advertisement here
Place your advertisement here