– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
  • বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ময়েজউদ্দিনের বর্ণাঢ্য কর্মময় জীবন তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উৎসাহিত করবে- প্রধানমন্ত্রী দুর্গাপূজায় গুজব ঠেকাতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির দুপুরের মধ্যেই ৬০ কিলোমিটার বেগে ঝড়, নদীবন্দরে সতর্কতা পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন মায়ের হাতের সঙ্গে বাঁধা ছিল ২ ছেলের মরদেহ

এরদোগানের জয়ে চাঙা তুরস্কের শেয়ারবাজার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

 
তুরস্কের বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপে জয়লাভ করে ফের ক্ষমতা নিশ্চিত করেছেন রিসেপ তাইয়্যিপ এরদোগান। তার এই পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার খবরে তুরস্কের শেয়ার বাজারে ব্যাপক চাঙ্গাভাব লক্ষ করা গেছে। এদিন দেশটির শেয়ারবাজারে শেয়ারের মূল্য ৩.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তবে দরপতন হয়েছে মুদ্রা লিরার। সোমবার তুরস্কের মুদ্রার মান ডলারের বিপরীতে বেশ কম ছিল।

দেশটিতে এমন এক সময় লিরার মানের অধপতন হলো যখন জীবনযাত্রারমান অনেক বৃদ্ধি পেয়েছে এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভেও সংকট রয়েছে।

দ্বিতীয় ধাপের নির্বাচনী প্রচারণায় এরদোগান মুদ্রাস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া দেশটিতে অর্থনৈতিক যে সংকট চলছে তা থেকে দেশটির নাগরিকদের মুক্তি দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন।

রোববার ভোট দেওয়ার পরও তিনি একই বক্তব্য প্রদান করেন। তবে দেশটির অর্থনীতিবিদরা ভিন্ন কথা বলছেন। তাদের মতে তুরস্কে অর্থনৈতিক সংকটা আরো ঘনীভূত হবে।

তুরস্কে চলা অর্থনৈতিক সংকট এবং ফেব্রুয়ারিতে ভয়াবহ ভূমিকম্পের কারণে এ নির্বাচনে জেতা এরদোগানের জন্য ছিল ধরনের চ্যালেঞ্জ। তবে সবকিছু ছাপিয়ে তিনি নির্বাচনে জয়ী হয়েছেন।

সূত্র: আল-জাজিরা

Place your advertisement here
Place your advertisement here