• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

দূর্বা ঘাসে সারবে আমাশয়!

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

দূর্বা ঘাসে সারবে আমাশয়!

কেটে গেলে দূর্বা ঘাসের রস লাগালেই রক্ত বন্ধ হয়, একথা সবারই জানা। তবে জানেন কি? আগাছাজাতীয় এই ঘাসের রয়েছে মূল্যবান ওষুধি গুণ। 

রক্তক্ষরণ, চুল পড়া, চর্মরোগ, দন্তরোগ ও আমাশয়ে বেশ উপকারী দূর্বা ঘাস। জেনে নিন আগাছা মনে করা দূর্বা ঘাসের ওষুধি গুণ- 

> বমি বমি ভাব বন্ধের জন্য দূর্বা ঘাসের রস ২ থেকে ৩ চামচ অল্প চিনির সঙ্গে মিশিয়ে এক ঘণ্টা পর পর খাবেন। বমি ভাব কেটে গেলে খাওয়া বন্ধ করে দিন।

> মুখ, নাক ছাড়াও শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত পরলে দূর্বা ঘাসের রসের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে খেলে এই রোগের উপশম হয়।

> শ্বেত প্রদাহজনিত দূর্বলতায় দূর্বা ঘাস ও কাঁচা হলুদের রস সমপরিমাণ মিশিয়ে খেলে রোগীরা উপকৃত হবেন।

> আমাশয়ে দূর্বা ঘাসের রস ২ থেকে ৩ চামচ ও ডালিম পাতার রস ৪ থেকে ৫ চামচ মিশিয়ে প্রতিদিন ৩ থেকে ৪ বার খান। আমাশয় ভালো হয়ে যাবে। 

> প্রস্রাবে কষ্ট হলে দূর্বার রস, দুধ ও পানি মিশিয়ে খেলে উপকার পাবেন। তবে অর্শ্বরোগ থাকলে এটা খাওয়া যাবে না।

> গর্ভধারণে অসমর্থ নারীরা দূর্বা ও আতপ চাল এক সঙ্গে বেটে বড়া করে খেতে পারেন। ভাতের সঙ্গে এই বড়া সপ্তাহে তিন-চারদিন খেলে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যাবে।

Place your advertisement here
Place your advertisement here