• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৮১ জন রোগী হাসপাতালে ভর্তি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪৫ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৩৬ জন দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে এ রোগী ভর্তি হয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

ডেঙ্গু নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হন মোট ১ লাখ ২৮২ জন রোগী। তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে ৯৯ হাজার ৬২৪ জন বাড়ি ফিরে গেছেন।

বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ৩৯৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ২৩৭ জন।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পর্যন্ত ২৬৪টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদন পেয়েছে। এর মধ্যে তারা ২০৪টি ঘটনা পর্যালোচনা করে ১২৯ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

Place your advertisement here
Place your advertisement here