• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

‘কম দামে পণ্য বিক্রির খবর প্রকাশ পেলে বাজারে প্রভাব পড়বে’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৪  

Find us in facebook

Find us in facebook

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, বাজারের অনিময় ঠেকাতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। বেশি দামে পণ্য বিক্রির খবর প্রচারের পাশাপাশি কম দামে বিক্রির খবরও গণমাধ্যমে তুলে ধরলে বাজারে প্রভাব পড়বে।

শুক্রবার পঞ্চগড় সদরের ফলহাটি, মেডিসিন রোড, মাংস হাটি ও কাঁচা বাজার তদারকির পর সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।

ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, রমজানের শুরুতে যখন একটি-দুটি জায়গায় বেগুনের কেজি ১০০ টাকা হয়ে যায়, তখন ওই খবর বাজারে নেতিবাচক প্রভাব ফেলে। এক জায়গায় যদি ১০০ টাকা দরে বিক্রি হয় অন্য জায়গায় ৫০ টাকা দরে বিক্রি হলে সেটিও গণমাধ্যমে তুলে ধরুন।

তিনি আরো বলেন, বেশি দরের খবর প্রকাশ হলে যেসব পণ্যের দাম কম থাকে সেগুলোরও দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। তখন আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তাই কম দরে জিনিসপত্র বিক্রির খবরও তুলে ধরার অনুরোধ জানাই। বাজারের এই অব্যবস্থাপনা দূর করতে সব শ্রেণির মানুষকে ভূমিকা রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক (অপারেশন) ফকির মো. মনোয়ার হোসেন, উপ-পরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আতিয়া সুলতানা, রংপুর বিভাগীয় উপ-পরিচালক আজহারুল ইসলাম, পঞ্চগড় ও ঠাকুরগাঁও কার্যালয়ের পরিচালক শেখ সাদি, পঞ্চগড় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরহাদ আহমেদ, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জাকির হোসেন, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here