• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বিকেল ৪টার পর দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড় ‘মোখা’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

বঙ্গোসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ বাংলাদেশের কক্সবাজার ও উত্তর-মিয়ানমার উপকূল অতিক্রম করতে শুরু করেছে। রোববার সকালের দিকে উপকূল অতিক্রম শুরু করে এ ঘূর্ণিঝড়। বিকেল ৪টার পর থেকে দুর্বল হতে শুরু করবে এটি। 

আবহাওয়া অধিদফতরের বরাত দিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আবহাওয়া অধিদফতরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক আওয়ার হচ্ছে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত। অর্থাৎ এ সময়ের মধ্যে বাংলাদেশ অংশে আঘাত হানবে এটি।

তিনি আরো জানান, দুপুর ১২টা নাগাদ সেন্ট মার্টিনে আঘাত হানবে ঘূণিঝড় মোখা। এরইমধ্যে বঙ্গোপসাগর, নাফ নদী এবং সংলগ্ন নদীগুলোতে জোয়ার শুরু হয়েছে। বিকেল ৪টা নাগাদ জোয়ারের তীব্রতা বাড়বে।

মোহাম্মদ আজিজুর বলেন, এ সময়ে আট থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। তবে জলাবদ্ধতা বা পানি জমে থাকবে না।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, এদিন বিকেল ৪টার পর থেকে মোখা দুর্বল হতে শুরু করবে। আর সন্ধ্যা নাগাদ ঘূর্ণিঝড়ের তীব্রতা কমবে।

এরই মধ্যে কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে শুরু করেছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’। রোববার (১৪ মে) সকালে এটি আরো উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়েছে। বিকেল বা সন্ধ্যা নাগাদ যা মিয়ানমারের সিটুয়ের কাছ দিয়ে কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। 

Place your advertisement here
Place your advertisement here