• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ইসি যেদিন সময় দেবে, সেদিনই দেশে সুষ্ঠু নির্বাচন: আইনমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী ২০২৪ সালে নির্বাচন কমিশন (ইসি) যেদিন সময় দেবে, সেদিনই দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালত রায় দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার অবৈধ। বর্তমান সরকার সংবিধান অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করেছে। সেই নির্বাচনে যদি কেউ না আসে, আর নির্বাচনে যাওয়ার সময় কেউ যদি অগ্নিসন্ত্রাস করে তাহলে সে দায় আওয়ামী লীগের বা জনগণের নয়, সেই দোষ বিএনপির সন্ত্রাসীদের।

সোমবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারুপের সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজে উপজেলা প্রাথমিক শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, দুর্নীতির দায়ে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা মামলায় খালেদা জিয়ার কারাদণ্ড হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় ও শর্ত সাপেক্ষে খালেদা জিয়াকে জামিন দেওয়া হয়। শর্তানুযায়ী খালেদা জিয়া দেশে চিকিৎসা করাবেন, তিনি বিদেশে যেতে পারবেন না।

অনুষ্ঠানে কসবা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এইচএম সারওয়ার হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আমিনুল এহসান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল ভূইয়া কাওসার জীবন প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here