• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

আইসিইউতে সমরেশ মজুমদার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩  

Find us in facebook

Find us in facebook

দুই বাংলার জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ফুসফুস ও শ্বাসনালীতে সংক্রমণ ধরা পড়েছে।

সাহিত্য অকাডেমি পুরস্কারপ্রাপ্ত এই সাহিত্যিককে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়েছে। তার রক্তে কার্বন ডাই অক্সাইডের মাত্রাও বেড়ে গিয়েছিল। 

সমরেশ মজুমদারের শ্বাসনালীতে মারাত্মক সংক্রমণ রয়েছে। গত এক যুগ ধরেই ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজের (সিওপিডি) সমস্যা রয়েছে তার।  

শনিবার সন্ধ্যায় সমরেশ মজুমদারের বড় মেয়ে দোয়েল মজুমদার জানান, গত দুইদিন কেবিনেই রাখা হয়েছিল বাবাকে। কিন্তু আজ বিকেলে তাকে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউতে) স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকরা বলেছেন, আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

প্রখ্যাত এ কথা সাহিত্যিকের বর্তমান বয়স ৭৯। তার অসুস্থতার খবরে পাঠক ও ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করেছেন তারা।

Place your advertisement here
Place your advertisement here