• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

সব ধান গোলায় না ওঠা পর্যন্ত মাঠে আছে আওয়ামী লীগ:ধর্ম প্রতিমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৩  

Find us in facebook

Find us in facebook

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন- একজন কৃষকের ধানও যেন শ্রমিক সঙ্কটের কারণে জমিতে পড়ে না থাকে। সেই নির্দেশনা বাস্তবায়নে আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা কৃষকদের ধান কেটে নিরাপদে গোলায় তুলে দিচ্ছে। সারা দেশের কৃষকদের ধান গোলায় না ওঠা পর্যন্ত নেতাকর্মীরা মাঠে থাকবেন।

রোববার জামালপুরের ইসলামপুর উপজেলায় উপজেলার বেলগাছা ইউনিয়নের ধনতলা গ্রামে কৃষক মুনু মিয়ার ধান কাটার মাধ্যমে উপজেলা কৃষক লীগ আয়োজিত ধান কাটা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, অতীতেও কৃষক লীগসহ  আওয়ামী লীগের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠ থেকে ধান কেটে কৃষকের গোলায় তুলে দিয়েছেন। এছাড়া সারাদেশে যেকোনো দুর্যোগে আওয়ামী লীগ সবার আগে জনগণের পাশে দাঁড়ায়। আগামীতেও সব ধরনের সমস্যায় দেশবাসী আমাদের পাশে পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন- জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা, জেলা কৃষক লীগের সভাপতি মোখলেছুর রহমান জিন্নাহ, উপজেলা কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম শাহ্ ফকির, সাধারণ সম্পাদক প্রভাষক মতিউর রহমান মতিন প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here