• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বিশ্ব শান্তি দিবস আজ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২  

Find us in facebook

Find us in facebook

আজ আন্তর্জাতিক শান্তি দিবস। প্রতি বছর ২১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে এ দিবস পালন করা হয়ে থাকে। এই দিনটিকে বিশ্ব শান্তি দিবসও বলা হয়ে থাকে।
শান্তি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সম্প্রীতি বজায় রাখার জন্যই এই দিনটি পালন করা হয়ে থাকে। বিভিন্ন দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্যও এই দিনটি পালন করা হয়ে থাকে। জাতিভেদ দূর করে শান্তি আনা হচ্ছে এই বছরের বিশ্ব শান্তি দিবসের থিম।

১৯৮২ সাল থেকে এই দিনটি পালন করে আসা হচ্ছে। তবে ২০০২ সাল অবধি প্রতি বছর সেপ্টেম্বরের দ্বিতীয় মঙ্গলবার এই দিনটি পালন করা হতো কিন্তু তারপর পাকাপাকিভাবে ২১ সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব শান্তি দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি। এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হল সকলের মধ্যে সম্প্রীতি এবং সদ্ভাব বজায় রাখা।

এই দিনটি আমাদের স্মরণ করায় এই পৃথিবীটাই আমাদের বাসভূমি, এখানে থাকতে হলে শান্তিতে, বন্ধুত্বপূর্ণভাবে, সকলের সঙ্গে সকলের সদ্ভাব বজায় রেখেই চলতে হবে। আর যে বিশ্বে শান্তি নেই সেখানে থাকা যায় না। ফলে ভালো করে থাকতে চাইলে পৃথিবীতে শান্তি বজায় রাখা খুবই জরুরি।

যারা বিশ্বে শান্তি বজায় রাখার জন্য নানান কাজ করেছেন বা করে চলেছেন এই দিনটি তাদের স্মরণ করা হয়ে থাকে।

Place your advertisement here
Place your advertisement here