• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

হারিয়ে যাওয়া শিশু রাজিবের ঠাঁই হলো শেখ রাসেল শিশু কেন্দ্রে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ট্রেন দেখতে গিয়ে নীলফামারী আসা সাত বছরের শিশু রাজিবের ঠাঁই হয়েছে রংপুরের শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা সমাজসেবা অধিদফতরের সহায়তায় সেখানে শিশু রাজিবকে পাঠায় নীলফামারী সদর থানা পুলিশ।

এর আগে, শিশু ৯ ডিসেম্বর রাতে ট্রেন দেখতে গিয়েছিল বিমানবন্দর রেলস্টেশনে। একপর্যায়ে ট্রেনে উঠে যায় সে। সেখানে কিছুক্ষণ হাঁটাহাটি করতেই ট্রেন ছেড়ে দিলে সে আর নামতে পারেনি। সেই ট্রেনেই চলে আসে নীলফামারী। পরে এক যাত্রীর সঙ্গে শিশুটি চলে যায় জেলা সদরের চাঁদের হাটে। পরে সেখান থেকে শিশুটি থানায় নিয়ে আসেন নীলফামারী সদর থানা পুলিশ। এরপর থেকে থানায় ছিল শিশুটি।

শিশু রাজিব জানিয়েছে, তার বাসা রাজধানীর দক্ষিণখান এলাকায়। সে ওই এলাকার রাজমিস্ত্রি রুবেল ইসলামের ছেলে ও দক্ষিণখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। তার মা কল্পনা আক্তার পোশাক কারখানায় চাকরি করেন।

নীলফামারী সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, শিশুটিকে চাঁদের হাট বাজার থেকে নিয়ে আসার পর তার কাছ থেকে ঠিকানা শুনে আমরা শিশুর পরিবারের খোঁজ নিয়েছি। এরপর শিশুটির বাবার সঙ্গে কথা হয়েছিল। উনার আসার কথা ছিল। কিন্তু ওর বাবা দুইদিন ধরে ফোন বন্ধ করে রেখেছে। এজন্য আমরা সমাজসেবার মাধ্যমে শিশুটিকে রংপুরের শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়ে দিয়েছি।

জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার ফরহাদ হোসেন বলেন, শিশুটির পরিবারের খোঁজ নেয়া হচ্ছে। তার বাবার ফোন দুইদিন ধরে বন্ধ পাওয়া যাচ্ছে। তার দেওয়া ঠিকানায় খোঁজ নেয়া হবে। আপাতত শিশুটি রংপুরে থাকবে।

Place your advertisement here
Place your advertisement here