• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

মুজিববর্ষে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে এক ব্যতিক্রমী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে কক্সবাজারের রামু উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীরা। নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে এক হাজার ফুট লম্বা ব্যানারে বঙ্গবন্ধুর এক হাজার ছবি প্রদর্শন করেছে তারা।

প্রধান শিক্ষক জানান, শিক্ষার্থীরা টিফিনের টাকা জমিয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করেছে। এতে সার্বিক সহযোগিতা করেছে রামু উপজেলা প্রশাসন।  

মুজিববর্ষ উপলক্ষে বুধবার দুপুরে কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পরে শিক্ষার্থীরা আলোকচিত্র সম্বলিত ব্যানার নিয়ে হেঁটে সৈকত প্রদক্ষিণ করে।

ইউএনও প্রণয় চাকমা জানান, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে বঙ্গবন্ধুকে নিয়ে এত বড় আলোকচিত্র প্রদর্শনী সত্যিই বিরল ঘটনা। এর মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানলো।

এ সময় কক্সবাজারের ডিসি মো. কামাল হোসেন, রামুর ইউএনও প্রণয় চাকমা, রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here