• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ভূরুঙ্গামারীতে সাড়ে ৪৬ হাজার মানুষ পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ মে ২০২১  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৪৬ হাজার ৪১৪ জন গরিব-অসহায় মানুষ পেল ৪৫০ টাকা করে নগদ ঈদ উপহার। জানা গেছে উপজেলার ১০ ইউনিয়নের বিপরীতে ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ভিজিএফ কর্মসূচির অধীনে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের আওতায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের নামে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়। বিষয়টি তদারকি করছে উপজেলা প্রশাসন।

সোমবার (১০ মে) ভূরুঙ্গামারী সরকারি কলেজ মাঠে সদর ইউনিয়নে ৯ হাজার ২৯৪ ও চরভূরুঙ্গামারী ইউনিয়নে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে ২ হাজার ৯০৯ অসহায় মানুষের মাঝে এই অর্থ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম‍্যান নূরন্নবী চৌধুরী খোকন,উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম সদর প‍্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান, ট‍্যাগ অফিসার ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন প্রমুখ।

অপরদিকে চরভূরঙ্গামারী ইউনিয়নে এসব নগদ অর্থ বিতরণের সময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ট‍্যাগ অফিসার ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: জামাল উদ্দিন ইউপি চেয়ারম্যান এটিএম ফজলুল হক ও ইউপি সদস‍্যগণ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস জানিয়েছে- উপজেলার ১০ টি ইউনিয়নের জন‍্য বরাদ্দকৃত ৪৬ হাজার ৪১৪ জন উপকারভোগীর মধ‍্যে পাথরডুবি ইউনিয়নে ৪ হাজার ৩৬১ পরিবারের জন‍্য ১৯ লাখ ৬২ হাজার ৪৫০ টাকা, শিলখুড়ি ইউনিয়নে ৪ হাজার ৪৩০ এর জন‍্য ১৯ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা, তিলাই ইউনিয়নে ৩ হাজার ১৭২ জনের জন‍্য ১৪ লাখ ২৭ হাজার ৪০০ টাকা, পাইকের ছড়ায় ৪ হাজার ৮৭৮ জনের জন‍্য ২১ লাখ ৯৫ হাজার ১০০ টাকা, সদরে ৯ হাজার ২৯৪ জনের জন‍্য ৪১ লাখ ৮২ হাজার ৩০০ টাকা, জয়মনির হাটে ৩ হাজার ২৯৪ জনের জন‍্য ১৪ লাখ ৮২ হাজার ৩০০ টাকা, আন্ধারীঝাড়ে ৪ হাজার ৫১০ জনের জন‍্য ২০ লাখ ৬১ হাজার টাকা, বলদিয়ায় ৪ হাজার ৯১০ জনের জন‍্য ২২ লাখ ৯ হাজার ৫০০ টাকা, চরভূরুঙ্গামারীতে ২ হাজার ৯০৯ জনের জন‍্য ১৩ লাখ ৯ হাজার ৫০ টাকা, বঙ্গসোনাহাট ইউনিয়নে ৪ হাজার ৯৮৬ জনের জন‍্য ১৭ লাখ ৯৩ হাজার ৭০০ টাকা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নামে ৬০০ জনের বিপরীতে ২ লাখ ৭০ হাজার টাকাসহ মোট ২ কোটি ৮৮ লাখ ৬ হাজার ৩০০ টাকা বরাদ্দ দেয়া হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা বলেন, উপজেলার ১০টি ইউনিয়নে ৪৬ হাজার ৪১৪ জন অসহায়ের জন্য জনপ্রতি ৪৫০ টাকা হারে ২ কোটি ৮৮ লাখ ৬ হাজার ৩০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এসব অর্থ বিতরণে আমরা মনিটরিং করছি। আশা করছি সুষ্ঠুভাবে বিতরণকাজ সম্পন্ন হবে।

Place your advertisement here
Place your advertisement here