• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

মিলারকে নিয়ে ভুল তথ্য ওয়াসিমের, জবাব দিলো বরিশাল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৪  

Find us in facebook

Find us in facebook

সবশেষ বিপিএলের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে শেষ মুহূর্তে খেলতে এসেছিলেন ডেভিড মিলার। তবে এর নাকি আকাশছোঁয়া পারিশ্রমিক নিয়েছেন এ দক্ষিণ আফ্রিকান ব্যাটার। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের দাবি, তিন ম্যাচের জন্য প্রায় দেড় লাখ মার্কিন ডলার নিয়েছেন মিলার।

তবে এ বিষয়টি স্রেফ ভুল তথ্য বলে জানিয়েছেন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। গণমাধ্যমকে তিনি বলেন, ‘না এগুলো ঠিক না। একদম ঠিক না। এগুলো ভুল তথ্য। ও (মিলার) তার ইমোশন দিয়ে থাকছে (ফাইনালে), টাকা দিয়ে থাকেনি। ওয়াসিম আকরাম কি আমাদের সঙ্গে ছিলো? আমিই না জানি কত টাকা দিছি। এইগুলো সত্য না।’

মিলারের পারিশ্রমিক প্রসঙ্গে কথা বলেছেন বরিশালের ম্যানেজার সাব্বির খান। তিনি বলেন, ‘আমি এই জিনিস নিশ্চিত করতে পারি যে ওর (মিলার) বিয়ে পেছায়নি, ওর বিয়ে ছিলো ৯ তারিখ। আগেও ৯ তারিখে ছিলো, পরেও ৯ তারিখে ছিলো। ও চাইছিলো যে ফাইনালটা খেলবে না ও আগেভাগে চলে যাবে, পরিবারকে সময় দেবে। বিয়ের আগে হয়ত টুকটাক অনুষ্ঠান থাকতে পারে। ওটাই এক ম্যাচ পর গেছে।’

তিনি আরো বলেন, ‘ফাইনালে উঠার পর ওর সঙ্গে মিজান ভাই কথা বলেছে, তারপরে রাজী হয়েছে। ও পরে গিয়েছে। ওর বিয়ে ৯ তারিখ। ফাইনাল তো ১ তারিখে হয়েছে। ও (ওয়াসিম) যদি ইন্সটাগ্রামে ঢুকত তাহলে দেখত ৯ তারিখে হয়েছে।’

সম্প্রতি এ স্পোর্টসের দ্য প্যাভিলিয়ন অনুষ্ঠানে বিপিএল প্রসঙ্গে কথা বলতে গিয়ে মিলারের পারিশ্রমিক নিয়ে ওয়াসিম বলেন, ‘বিপিএল কারা জিতেছে সেই আলাপ করছি, পিএসএলের কারণে সেটা খেয়াল করিনি। আমি মাত্রই জানতে পারলাম ডেভিড মিলারকে তিন ম্যাচের জন্য দেড় লাখ মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। সেজন্য সে তার বিয়ে স্থগিত করে দেয়।’

প্রসঙ্গত, বিপিএলে প্রথমে প্লে অফের দুই ম্যাচের জন্য চুক্তিভুক্ত হয়েছিলেন মিলার। বরিশাল ফাইনালে উঠায় অনুরোধে খেলে যান ফাইনালও। জানা গেছে, প্লে অফের দুই ম্যাচের জন্য মিলারের সঙ্গে ২৫ হাজার ডলারের চুক্তি ছিলো বরিশালের। ফাইনাল খেলায় সেই অঙ্কটা আরো কিছুটা বেড়েছে।

Place your advertisement here
Place your advertisement here