• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

আবাসনের সুযোগ দিতে আমরা অঙ্গীকারবদ্ধ: গণপূর্তমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, আবাসন মানুষের একটি কাঙ্ক্ষিত বিষয়। এটি একটি সাংবিধানিক অধিকার। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি ছিন্নমূল খেটে খাওয়া মানুষের নিজস্ব আবাসনের সুযোগ করে দেওয়ার জন্যে আমরা অঙ্গীকারবদ্ধ। জননেত্রী শেখ হাসিনা সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ছয়বাড়িয়া এলাকায় সরকারি কর্মকর্তা কর্মচারী সমবায় সমিতির পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, দেশের ব্যবসায়ীদের মধ্যে একটি বড় অংশ মধ্যবিত্ত। এই মধ্য বিত্তদের কথাও চিন্তা করতে হবে। দরিদ্র মানুষ এবং ছিন্নমূল মানুষের জন্যে প্রধানমন্ত্রী চিন্তা করছেন। 

গণপূর্তমন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়া শহর এখন বসবাসের অনুপযোগী। তিতাসের পূর্বপাড়ে পরিকল্পিতভাবে নগরায়ণ করা হবে। কাউতলী কুরুলিয়া খালের পাড়েও সরকারি আবাসন প্রকল্প গড়ে তোলা হবে। সেই লক্ষে কাজ করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) ড. মোশারফ হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর ড. মো. সহিদ উল্ল্যাহ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের (অব.) সচিব গোলাম রাব্বানী, সমবায় অধিদফতরের অতিরিক্ত নিবন্ধক মো. আহসান কবীর, বিয়াম ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক ড. এম মিজানুর রহমান প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here