• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ফাইনাল হেরে দলে `গণছাঁটাইয়ের` হুমকি কোহলির!

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জুন ২০২১  

Find us in facebook

Find us in facebook

নিউজিল্যান্ডের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৮ উইকেটে হেরে রানার্সআপ হয়েছে বিরাট কোহলির ভারত। হারের পর দেওয়া প্রতক্রিয়ায় দলে বড় পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন বিরাট কোহলি। সাউদাম্পটনের ফাইনালে ব্যাটিং ব্যর্থতা ভারতের পরাজয়ের বড় কারণ। দলের কয়েকজনের ব্যাটিং নিয়ে ব্যাপক অসন্তুষ্ট ভারত অধিনায়ক। তিনি স্পষ্ট বলেছেন, যাদের মধ্যে খেলার মানসিকতা আছে, তাদেরকেই একমাত্র একাদশে রাখা হবে।

কোহলি কারও নাম না করলেও জানা গেছে, তিনি চেতেশ্বর পূজারার ব্যাটিং পারফরম্যান্সে একদমই সন্তুষ্ট নন। প্রথম ইনিংসে ৫৪ বলে ৮ করেছিলেন পূজারা। ৩৫ বল খেলার পর তিনি রানের খাতা খোলেন। দ্বিতীয় ইনিংসে ৮০ বল খেলে করেন মাত্র ১৫ রান। কোহলি বলেন, 'দলের এই হার পর্যালোচনা করে দেখা হবে। সকলের সঙ্গে আলোচনা করে দলের শক্তি বাড়ানোর চেষ্টা করা হবে। একই ধাঁচে বারবার আউট হওয়ার প্রবণতা এবার বন্ধ করা জরুরি।

ইংল্যান্ড সিরিজে প্রথম একাদশে একাধিক পরিবর্তন আসতে যাচ্ছে। ক্ষিপ্ত কোহলি বলেছেন, 'পরিকল্পনা করার অজুহাতে এই দল নিয়ে আর বেশি সময় অপেক্ষা করা যাবে না। সাদা বলে আমাদের ক্রিকেটের গভীরতা সবাই জানে। ছেলেরাও আত্মবিশ্বাসে ভরপুর। টেস্ট ক্রিকেটেও সেই বিষয়টা আনতে হবে। সবকিছু পর্যালোচনা করে দলের প্ল্যানিং ঠিক করতে হবে। কোন সমীকরণে দল আরো ভালো পারফর্ম করে সেটাও খুঁজে দেখতে হবে। যাদের পারফর্ম করার ক্ষুধা আছে তাদেরকেই সুযোগ দেওয়া হবে।'

পূজারার দিকে ইঙ্গিত করে ভারত অধিনায়ক আরও বলেন, 'খেলার সঙ্গে পারফরম্যান্স উন্নতি করা গুরুত্বপূর্ণ। বিশ্বের শীর্ষসারির একটা দল হয়েও গুরুত্বপূর্ণ একটা ম্যাচে নিজের খেলার মান হঠাৎ এতটা নেমে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অদূর ভবিষ্যতে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেই সিদ্ধান্ত নেব। কীভাবে আরো রান স্কোরবোর্ডে যোগ করা যায় সেই পরিকল্পনা আমাদের খুঁজতে হবে। খেলার গতির সঙ্গে পাল্লা দিয়ে রান তোলার চেষ্টা করতে হবে।'

Place your advertisement here
Place your advertisement here