• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বার্সাকে শিরোপা থেকে আরো দূরে ঠেলে দিল অ্যাতলেটিকো

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ মে ২০২১  

Find us in facebook

Find us in facebook

আগের দিন লেভান্তের মাঠে বার্সেলোনা হোঁচট খাওয়ায় ব্যবধান বাড়ানোর সুযোগটা দারুণভাবে কাজে লাগাল অ্যাতলেটিকো মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে বেশ খানিকটা এগিয়ে গেল দিয়েগো সিমিওনের দল।

বুধবার (১২ মে) রাতে ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ২-১ গোলে জিতেছে আতলেটিকো। ইয়ানিক কারাসকোর গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান আনহেল কোররেয়া।

শিরোপা লড়াইয়ে মূল দুই প্রতিদ্বন্দ্বীর একটি বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল আতলেটিকো। অবশ্য বৃহস্পতিবার গ্রানাডার বিপক্ষে জিতলে বার্সাকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে আসবে রিয়াল মাদ্রিদ। অ্যাতলেটিকোর সঙ্গে পয়েন্টের ব্যবধান থাকবে মাত্র ২।

ঘরের মাঠে এদিন খেলার প্রথম আধা ঘণ্টাতেই স্কোরলাইন ২-০ করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় গত শনিবার বার্সেলোনার মাঠে গোলশূন্য ড্র করা আতলেটিকো। ষোড়শ মিনিটে মার্কোস ইয়োরেন্তের পাস পেয়ে নিচু শটে দলকে এগিয়ে নেন বেলজিয়ান মিডফিল্ডার কারাসকো। ২৮তম মিনিটে লুইস সুয়ারেসের থ্রু বল ধরে ব্যবধান বাড়ান আর্জেন্টাইন ফরোয়ার্ড কোররেয়া।

৮৩তম মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার ইগোর সুবেলদিয়া ব্যবধান কমালে নাটকীয়তার আভাস মেলে। তবে বাকিটা সময় ব্যবধান ধরে রেখে চওড়া হাসিতে মাঠ ছাড়ে সবশেষ ২০১৩-১৪ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা।

৩৬ ম্যাচে ২৪ জয় ও আট ড্রয়ে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেটিকো। বার্সেলোনার পয়েন্ট ৭৬। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৭৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে।

দিনের আরেক ম্যাচে ভালেন্সিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতেছে সেভিয়া। তবে আতলেটিকোর জয়ে শিরোপা লড়াই থেকে ছিটকে গেছে ৭৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে থাকা দলটি।

লা লিগার শিরোপা লড়াইটা এবার বেশ জমে উঠেছে। ৩৬তম রাউন্ডে এসেও মীমাংসা হয়নি শিরোপার। এখনো অ্যাতলেতিকো, রিয়াল ও বার্সেলোনার মধ্যে যে কারো হাতে উঠতে পারে শিরোপা।

Place your advertisement here
Place your advertisement here