• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

আসছে নতুন ১১৭টি ইমোজি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

হাসতে হাসতে আপনার দুই চোখ দিয়ে পানি ঝরছে; এটা লিখে প্রকাশ করাটা কিন্তু কঠিন। যদি ইমোজি ব্যবহার করেন তাহলে হুট করেই যে কেউ বুঝে যাবে। এটাই প্রথম ইমোজি যা ডিকশনারিতে শব্দ হিসেবে স্থান পেল। এবার আরো সমৃদ্ধ হচ্ছে ইমোজি শব্দের তালিকা। এ বছরের জন্য নতুন ১১৭টি ইমোজি প্রকাশ করেছে ইউনিকোড কনসোর্টিয়াম।

ইমোজি হলো এক ধরনের ডিজিটাল ভাষা, যে কারণে একটা সাধারণ টেক্সটে ইমোশন জুড়ে যায়। টাইপ করা মেসেজে যেহেতু কণ্ঠ শোনা যায় না তাই অনেক সময় প্রেরক আর প্রাপকের মাঝে একটা ভুল বোঝাবুঝি হয়ে যেতেই পারে। কিন্তু একটা ইমোজি এ সমস্যাটাকে নিমিষেই সমাধান করে ফেলে! নতুন ইমোজিগুলো আমাদের দৈনন্দিন আলাপচারিতাকে আরো বেশি আনন্দময় করে তুলবে বলে জানিয়েছে ইউনিকোড কনসোর্টিয়াম।

নতুন ইমোজিগুলো তৈরি করা হয়েছে শুধু নারী ও পুরুষ অথবা উভলিঙ্গদের ফ্ল্যাগ ও সিম্বল হিসেবে। এটি প্রকাশ করার জন্য গুগল ও মাইক্রোসফট আগে থেকেই পরামর্শ দিয়ে আসছিল। এক বিবৃতিতে ইউনিকোড বলেছে, আমরা বিশ্বাস করি ইমোজি তৈরি করা শুধুই কোনো প্রযুক্তিগত বিষয় নয়। এটি এমন হতে হবে যা সবাই ব্যবহার করতে পারে। এটি বিভিন্ন সংস্কৃতিকে লালন করার মতো, যা বিশ্বব্যাপী সব ব্যবহারকারীর জন্য সমান।

ইমোজিগুলো ব্যবহাকরীদের জন্য কবে থেকে উন্মুক্ত হবে তা এখনও নিশ্চিত করা যায়নি।

Place your advertisement here
Place your advertisement here