• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

৬ শতাধিক পটল গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা, দিশেহারা কৃষক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের খানসামা উপজেলার পশ্চিম হাসিমপুর গ্রামে রাতের আঁধারে ৩৫ শতাংশ জমির প্রায় ৬০০ পটল গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পশ্চিম হাসিমপুর এলাকার কৃষক রফিকুল ইসলামের খেতে এ ঘটনা ঘটে। এতে দিশেহারা হয়ে পড়ছেন কৃষক।

কৃষক রফিকুল ইসলামের ছেলে রিপন ইসলাম বলেন, সোমবার সকালে খেতে গিয়ে দেখতে পাই সব পটল গাছ মরে যাচ্ছে। কাছে গিয়ে দেখি মাচাংয়ের নিচে প্রতিটি পটল গাছের গোড়া কেউ উপড়ে ফেলেছে। এই ৩৫ শতাংশ জমির প্রায় ৫০০- ৬০০ পটল গাছের সবগুলো উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। 

কৃষক রফিকুল ইসলাম বলেন, অন্যের জমি চুক্তিতে নিয়ে চাষাবাদ করে পরিবার চালাই। প্রায় ৩৫ শতাংশ জমিতে অনেক আশা নিয়ে পটল লাগিয়েছিলাম। ফলনও ভালো হয়েছে। পুরো মাচা ভরে ফুল ও ফল আসা শুরু হয়েছে। কিছুদিনের মধ্যে বাজারজাত করা যেত কিন্তু সেটা আর হলো না। শত্রুতা থাকলে আমার সঙ্গে আছে। আমার খেতের পটল গাছগুলো তো আর কিছু করেনি। কে যে আমার এই সর্বনাশ করল। আমাকে পথে বসিয়ে দিল। 

খানসামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Place your advertisement here
Place your advertisement here