• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল মাহবুব উল আলম ফাউন্ডেশন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) আশরাফুল আলম পলাশ।‌ এ সময় ব্যাগ, খাতা-কলম, পেন্সিল, স্কেল, ইরেজার, শার্পার ইত্যাদি বিতরণ করেন তিনি।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে মরহুম মাহবুব উল আলম ফাউন্ডেশনের উদ্যোগে চাপারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

এ সময় ফাউন্ডেশনের পক্ষে মরহুম মাহবুব উল আলমের স্ত্রী সিনিয়র সহকারী শিক্ষক মিসেস আশরেফা জামান, দইখাওয়া আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। 

এ ছাড়া সহকারী উপজেলা শিক্ষা অফিসার বাবু যোগেন চন্দ্র রায়, চাপারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাকছুদা বেগম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আজিজ আহম্মেদ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে অতিথিগণ শিক্ষার বিকাশে ও শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টির জন্য মাহবুব উল আলম ফাউন্ডেশনের এই উদ্যোগের সাধুবাদ জানান। মাহবুব উল আলম ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামীতে এই উদ্যোগ আরও বৃহৎ পরিসরে এবং একই সঙ্গে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ঘোষণা দেওয়া হয়।

ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) আশরাফুল আলম পলাশ বলেন, সমাজে অসংখ্য বিত্তবান রয়েছে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ালে তারা আরও ভালো কিছু করতে পারবে। সামর্থ্য অনুযায়ী সামান্য কিছু উপকরণ বিতরণ করেছি। সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

Place your advertisement here
Place your advertisement here