• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার রাজোর সামরাই মন্দিরপাড়া গ্রামে নরেশ আমাশু রায়ের নির্মানাধীণ বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পরিক্ষিত রায় নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

মুত পরিক্ষিত রায় উপজেলার চোপড়া উত্তর পাড়ার খিরেন্দ্র চন্দ্র রায়ের ছেলে। সে প্রতিদিনের ন্যায় স্থানীয় রাজমিস্ত্রী সুমনের সাথে কাজ করতে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জিতেন্দ্রনার্থ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন উপজেলার রাজোর মন্দির পাড়া এলাকায় নরেশ আমাশু রায়ের নির্মাণাধীন ভবনে ৫ জন শ্রমিক কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত পরিক্ষিত রায় রড কাটার জন্য ড্রিল মেশিনে বৈদ্যুাতিক সংযোগ দিতে গিয়ে ছেঁড়া তারের সাথে জড়িয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থা কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

পীরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ আমাদের হেফাজতে রয়েছে এ জন্য রাণীশংকৈল থানায় আমরা একটি বার্তা পাঠিয়েছি। যাচাই বাচাই শেষে বার্তার উত্তর পেলে মরদেহ হস্তান্তর করা হবে।

Place your advertisement here
Place your advertisement here