• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রাণীশংকৈলে সড়কে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় জাহেদা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১২ এপ্রিল) বিকাল ৫টায় রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কের মীরডাঙ্গী কালুর 'স' মিলের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহেদা বেগম উপজেলার মীরডাঙ্গী পাইকারবস্তী গ্রামের সফিকুল ইসলাম টালির স্ত্রী।

স্থানীয় সাবেক ইউপি সদস্য ও প্রত্যক্ষদর্শী আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন বিকালে জাহেদা বেগম তার মেয়েকে হাসপাতালে দেখতে যাওয়ার জন্য ভ্যানগাড়ি নেয়ার উদ্দেশ্যে রাস্তার পশ্চিম দিক থেকে পূর্ব পাশে চাচ্ছিল। এরইমধ্যে রাণীশংকৈল থেকে নেকমরদ অভিমূখী একটি দ্রুতগামীমো টরসাইকেল জাহেদাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে মাথা, মুখ ও বুকে প্রচন্ড আঘাত পায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত অবস্থায় জাহেদাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। দিনাজপুরে নিয়ে যাওয়ার পথে জাহিদা মারা যায়।

রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেলে গুরুতর আহত অবস্থায় এক বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করান, রোগীর অবস্থার অবনতি দেখে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। খবর পেয়েছি দিনাজপুর নেয়ার পথিমধ্যে বৃদ্ধা মারা যায়।

Place your advertisement here
Place your advertisement here