• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ডোমারে ’বিশ্ব যক্ষ্মা দিবস’ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা   

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৪  

Find us in facebook

Find us in facebook

নীলফামারীর ডোমারে বিশ্ব যক্ষ্মা দিবস-২০২৪ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪মার্চ) সকালে উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট মডেল স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সহযোগিতায় ও উপজেলা মডেল স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক ইনচার্জ আল-আমীন রহমান, কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী আশরাফুল হক মিঠু প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এসময় অন্যান্নদের মাঝে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এসময় বক্তারা বিশ্ব যক্ষ্মা দিবসে শিশু সহ সাধারণ নারী-পুরুষের যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
 

Place your advertisement here
Place your advertisement here