• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

আদিতমারীতে জালিয়াতির মামলায় জেলহাজতে নিকাহ রেজিস্টার 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৪  

Find us in facebook

Find us in facebook

বিবাহের নকলে দেনমোহরনায় জালিয়াতি করার মামলায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার ইউনিয়ন নিকাহ রেজিস্টার কাজি এনকেএম লিটন মোল্লাকে(৩৫) জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১৯মার্চ) দুপুরে এর সত্যতা নিশ্চিত করেন লালমনিরহাট আদালত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরুজ্জামান চৌধুরী।
এর আগে সোমবার(১৮ মার্চ) জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এসএম রেজাউল বারি।

হাজতবাস নিকাহ রেজিস্টার এনকেএম লিটন মোল্লা আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর গ্রামের মৃত জাফর মোল্লার ছেলে। তিনি ওই ইউনিয়ন  নিকাহ রেজিস্টারের দায়িত্বে রয়েছেন।

মামলা সুত্রে জানা গেছে, উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে আব্দুল ওহাবের সাথে ২০১৯ সালের ৪মার্চ একই গ্রামের স্কুল শিক্ষক নুরুল আমিনের মেয়ে আসমাউল হুসনার বিয়ে হয়। বিয়েতে দেনমোহরনা করা হয় ৪ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা। বনিবনা না হওয়ায় স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটান স্বামী আব্দুল ওহাব। এ ঘটনায় গৃহবধু আসমাউল হুসনা বিয়ের নকলসহ আদালতে মামলা দায়ের করেন।

মেয়ে পক্ষকে দেয়া নকলে ইউনিয়ন নিকাহ রেজিস্টার কাজি এনকেএম লিটন মোল্লা দেনমোহর লিখেছেন ২৪ লাখ ৯৯ হাজার ৯৯৯টাকা। একই নিকাহ রেজিস্টার এ বিয়ের ছেলে পক্ষের নকলে দেনমোহর লিখেছেন ৪ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা। একই নিকাহ রেজিস্টার একই বিয়ের নকলে দেনমোহর জালিয়াতি করায় উভয় পক্ষই নিজেদের দেনমোহর প্রতিষ্ঠা করতে আদালতে মামলা দায়ের করেন। উভয় পক্ষের মামলায় নিকাহ রেজিস্টারকে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন আদালত।

গ্রেপ্তার এড়াতে উচ্চ আদালতে জামিনে ছিলেন নিকাহ রেজিস্টার এনকেএম লিটন মোল্লা। অবশেষে উচ্চ আদালতের মেয়াদ শেষে সোমবার নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে নিকাহ রেজিস্টার এনকেএম লিটন মোল্লাকে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন। লালমনিরহাট আদালত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Place your advertisement here
Place your advertisement here