• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ মার্চ ২০২৪  

Find us in facebook

Find us in facebook

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্যে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী, আলােচনা সভা ও ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক  মহড়া অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।

রবিবার (১০ মার্চর) সকালে পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে আলোচনা সভায় মিলিত হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে আলাচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযােদ্ধা ইকরামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পীরগঞ্জ ফায়ার সার্ভিসের অফিসার খায়রুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবর সভাপতি জয়নাল আবদিন বাবুল।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রিফাত, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুল্লাহ, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেষে পীরগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সর কর্মীরা দুর্যোগ প্রতিরোধ বিষয় সচেতনতামূলক ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক  মহড়া প্রদর্শন করেন।
 

Place your advertisement here
Place your advertisement here